
বাদী তার বক্তব্যে বলেন:বিগত ১৯/০৭/২০২৪ ইং তারিখে আমাদের সন্তান মোঃ সাগর (২৩) অনুমানিক ৩.০০ ঘটিকার সময় ডি.আইটি রোডের বেটার লাইফ হাসপাতালের সম্মুখে রাস্তা পার হওয়ার সময় পুলিশের গুলিতে নিহত হয়। তখন আমরা পুত্র শোকে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ি এবং সেই সময় থেকে আমাদের কোন হিতাহিত জ্ঞান ছিল না। তাছাড়া আমরা নিরক্ষর ব্যক্তি। আমরা তখনও পুত্র শোকে কাতর ছিলাম। এলাকার কয়েকজন বা কিছু লোক আমাদের সন্তান মোঃ সাগর হত্যার ন্যায় বিচার পাওয়ার জন্য আমাদের কে বিজ্ঞ আদালতে নিয়ে আসে এবং ০১/০৯/২০২৪ইং তারিখে মোকামঃ বিজ্ঞ সি, এম, এম সাহেবের আদালত নং-৩১, ঢাকায় একটি সি, আর মামলা দায়ের করি। যার সি. আর মামলা নম্বর-৬৯/২০২৪, ধারা-৩০২/৩৪ দন্ড বিধি। উক্ত মামলা দায়ের করার সময় আমাদের আরজির কপি পড়ে শুনানো হয় নাই। আমাদের শুধুমাত্র স্বাক্ষর করতে বলা হয়েছে। আমরা স্বাক্ষর করতে পারি না তাই আমরা আরজিতে টিপ সহি করেছি।পরবর্তী কালে আমরা জানতে পেরেছি যারা আমার মৃত সন্তানের দাফন-কাফন ও মিলাদ মাহফিলের জন্য আর্থিক ভাবে সহযোগিতা করিয়াছে তাহাদের কে অত্র মামলায় আসামি হিসাবে সম্পৃক্ত করা হইয়াছে। যাহা শুনে আমরা খুবই মর্মহত হয়েছি। তাদের অত্র মামলায় প্রকৃত পক্ষে সাক্ষী হিসাবে গন্য হবে। অত্র মামলার আরজিতে ১২৮ নং সিরিয়ালে আসামী বাচ্চু (৩৬), পিতা- অজ্ঞাত, সাং-খিলগাঁও তালতলা মার্কেট (পর্দা বিতান), আরজির ১৫ নং সিরিয়ালে আসামী মোস্তাক আহমেদ, পিতা- জিন্নাত আলী মেম্বার, ঠিকানা- বিগ আপেল এপার্টমেন্ট খিলগাঁও, তালতলা, আরজির ১৩০ নং সিরিয়ালে আসামী শাহ আলম (৪২), পিতা- শুকুর আলী, সাং- মৌলভটৈক খিলগাঁও। উপরে আরজিতে বর্ণিত ০৩ জন আসামীর কেউ আমাদের সন্তান মোঃ সাগর (২৩) হত্যার সাথে প্রত্যেক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত নাই। আমরা নিম্ন ঘটনাস্থলে তাদের কাউ কেই দেখি নাই। স্থানীয় এলাকার কয়েকজন লোক তাদেরকে হয়রানী করার জন্য অত্র মামলায় সম্পৃক্ত করেছে। আমরা শুধুমাত্র সরকার ও প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছি।যেহেতু অত্র সি, আর মামলা নম্বর-৬৯/২০২৪ এর উপরোক্ত ০৩ জন আসামী আমাদের সন্তান মোঃ সাগর (২৩) হত্যা সাথে কোন ভাবেই সম্পৃক্ত নাই তাই অত্র মামলার আরজি হইতে উক্ত ০৩ জন আসামীদের অব্যহতি বা খালাস পেলে আমাদের কোন ওজর আপত্তি নাই। তাছাড়া আমার সন্তান মোঃ সাগর (২৩) হত্যার দায়ে আমাদের পরিবারের আর অন্য কোন সদস্যে উক্ত ০৩ জন আসামীদের নামে আর কোন মামলা বিজ্ঞ আদালতে বা থানা তে দায়ের করিতে পারিবে না। যদি দায়ের করে তাহা সর্ব আদালতে অগ্রাহ্য বলে গন্য হইবে।আমরা এ ধরনের ঘটনার আরজি পড়তে সক্ষম হইলে বা আমাদের কে আরজি পড়িয়ে শুনাইলে এ ধরনের ঘটনা ঘটিতো না। স্থানীয় এলাকার কয়েকজন ব্যক্তি তাহাদের/আসামীদের কে শুধুমাত্র হয়রানির করার জন্য এ ধরনের কাজ করিয়াছে। তাই অত্র সি.আর মামলা নং- ৬৯/২০২৪ মামলার উক্ত ০৩ (তিন) জন আসামী অব্যাহতি/খালাস পাইলে আমাদের কোন ওজর আপত্তি নাই।