ছাত্রলীগ কর্মীকে অটোরিকশার পা-দানিতে ফেলে মারধর: কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত

ছাত্রলীগ কর্মীকে অটোরিকশার পা-দানিতে ফেলে মারধরের ঘটনায় নাটোরের নবাব সিরাজ উদ-দ্দৌলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, নাটোর জেলা শাখার অধীন নবাব সিরাজ উদ-দৌলা (এন এস) সরকারি কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সোমবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন। দ্রুত সময়ের ভেতরে এই কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, গত রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) চলন্ত ব্যাটারিচালিত অটোরিকশার পা-দানিতে ফেলে মারধরের ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রচারিত হয়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে, নবাব সিরাজ উদ-দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জুবায়েরসহ কয়েকজন ছাত্রদল নেতাকর্মীর নাম ওঠে আসে। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত করে কেন্দ্রীয় ছাত্রদল। যার পরিপ্রেক্ষিতেই কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

কমিটি বিলুপ্তের বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন বলেন, ছাত্রলীগ বা কোনও অপরাধীকে ধরে মারার নির্দেশনা দল থেকে নেই। গতকালকের ঘটনাটি জানার পরেই আমরা নিন্দা জানিয়েছি। কেন্দ্রীয় ছাত্রদল আমাদের সাথে বারবার যোগাযোগ করে। ঘটনায় যেহেতু কলেজ কমিটির নেতার নামেও অভিযোগ উঠেছে তাই এই সিদ্ধান্ত হয়ে থাকতে পারে।

উল্লেখ্য, রোববার (২০ এপ্রিল) দুপুরে শহরের কানাইখালী এলাকায় নাটোর জেলা ছাত্রলীগের কর্মী ফয়সাল হোসেন কদরকে (২৫) ব্যাটারিচালিত চলন্ত অটোরিকশার পা-দানিতে ফেলে মারধর করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায় ছাত্রলীগ কর্মী কদরের পিঠের ওপর পা দিয়ে ছাত্রলীগ ছাত্রলীগ বলে মারধর করতে শহর ঘোরানো হয়। এ সময় গান বাজছিল। মুহূর্তেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যা নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। এঘটনায় সোমবার (২১ এপ্রিল) দুপুরে আহত ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদরের বাবা খায়রুল আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় নাটোর নবাব সিরাজ উদ-দ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম জোবায়ের, নাটোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক নাঈমসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

MD SAKIB AL HASSAN

AUTHOR AGENT ID-[AA]-0X BLOOD GROUP : O+ CONTACT INFORMATION : CELL PHONE NUMBER- 01530119632 EMAIL ADDRESS - sakibalhassan0153@gmail.com