জাতীয় লিগ টি-টোয়েন্টিতে শুরুটা ভালোই করেছেন সৌম্য সরকার। এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়া এই ওপেনার আজ ঢাকা মেট্রোর বিপক্ষে খুলনার হয়ে করেছেন ৩৩ বলে ৪৫ রান।
শুক্রবার রাজশাহীর বিপক্ষে তাঁর ব্যাট থেকে এসেছিল ৩৪ বলে ৬৩ রানের ইনিংস। সেটি ছিল এবারের টুর্নামেন্টে সৌম্যর প্রথম ইনিংস। সেদিনের ফিফটিতে তাঁর দল না জিতলেও আজ জয় নিয়েই মাঠ ছেড়েছেন।২৬ বলে ৪৯ রানের ইনিংস খেলেন এনামুল। আগের ইনিংসে ফিফটি করা আফিফ হোসেন আজ খেলেছেন ২৫ বলে ৩৩ রানের ইনিংস। এ ছাড়া ওপেনার ইমরানুজ্জমান করেছেন ৩৬ রান। সৌম্যর সঙ্গে ৮.৫ ওভারে তাঁর ৭১ রানের ওপেনিং জুটিই খুলনাকে বড় সংগ্রহের ভিত দেয়। ঢাকা মেট্রোর পেসার আবু হায়দার নিয়েছেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা: ২০ ওভারে ১৭১/৫ ( সৌম্য ৪৫, এনামুল ৪৯; আবু হায়দার ২/৪৩)
ঢাকা মেট্রো: ১৯.১ ওভারে ১৪৯/১০ (নাঈম ৩৩, আনিসুল ২৮; মৃত্যুঞ্জয় ৩/২২)
ফল: খুলনা ২২ রানে জয়ী।
ম্যাচসেরা: এনামুল হক।