Skip to content

SAMPRATIK

[WATCHER OF TIME,REVEALER OF TRUTH.]

cropped-SAMPRATIK.png
Primary Menu
  • NATIONAL
  • DISCUSSED
  • ECONOMY
  • POLITICS
  • CRIME
  • INVESTIGATION
  • COURT OF LAW
  • SCIENCE
  • EDUCATION
  • HEALTH
  • ACCIDENT
  • WEATHER
  • ENTERTAINMENT
  • OTHER
  • INTERNATIONAL
  • LIVE
  • Home
  • ‘৫৮ বছরের জীবনের সব অর্জন শেষ, এখন লাশ নিয়ে যাচ্ছি’
  • NATIONAL

‘৫৮ বছরের জীবনের সব অর্জন শেষ, এখন লাশ নিয়ে যাচ্ছি’

Shuvo Miya Shuvo Miya 20/10/2025
dfdrt.gpeg

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে সোমবার দুপুরে জোবায়েদ হোসাইনের জানাজায় অংশ নেন শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মী ও স্বজনরা। জানাজার আগে ছেলের হত্যাকাণ্ড নিয়ে কথা বলেন মোবারক হোসেন।

‘আমার ছেলেকে পড়াশোনা করতে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলাম। আশা ছিল ছেলে পড়াশোনা করে অনেক বড় হবে। চাকরি করবে, দেখে আমার আনন্দ লাগবে। কিন্তু আজ আমার ছেলেকে লাশ হিসেবে নিয়ে যাচ্ছি। এটা আমার জন্য কত যে বেদনার, আমি কী করে বোঝাব।’

কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মোবারক হোসেন। নিজেকে সামলে নিয়ে আরও বলেন, ‘আমার ৫৮ বছরের জীবনের সব অর্জন শেষ। আমার প্রাণের জোবায়েদ আর নেই। আমার কোন চাওয়া-পাওয়া নেই। আমি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। সরকারের কাছে শুধু এই দাবি জানাই।’

জোবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। যুক্ত ছিলেন ছাত্রদলের রাজনীতির সঙ্গে। সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সদস্য ছিলেন। গতকাল রোববার পুরান ঢাকার আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নুরবক্স লেনের বাসাটিতে টিউশন করতেন তিনি।

তিনজন আটক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি জানিয়েছেন, জোবায়েদ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। তবে এখনই তাদের পরিচয় প্রকাশ করা হবে না। বিশেষ অভিযানের মাধ্যমে তাদের আটক করা হয়েছে। মঙ্গলবার (আগামীকাল) এ নিয়ে ব্রিফ করা হবে।

শোক ঘোষণা
দুপুরে জোবায়েদের জানাজা শেষে হওয়া এক সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইছ উদ্দিন বলেন, আগামী দুইদিন শোক দিবস সভা ও শোক র‍্যালি করা হবে। ১০ ঘণ্টার মধ্যে তদন্তে কাঙ্খিত অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, আমরা প্রকৃত দোষী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত পাশে থাকবো। প্রশাসনের পক্ষ থেকে পুলিশকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, জোবায়েদের বড় ভাই সৈকত ৪৯তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কিন্তু জোবায়েদ সে খবর জেনে যেতে পারলো না।

নাসির উদ্দিন আরও বলেন, ‘প্রকৃত হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। কোন ধরনের ফাঁকফোকর দেখতে চাই না। আমরা প্রকৃত আসামিদের গ্রেপ্তার দেখতে চাই।’

About the Author

Shuvo Miya

Shuvo Miya

Author

AUTHOR AGENT ID-[AA]-20108517385108296 BLOOD GROUP : O+ CONTACT INFORMATION : CELL PHONE NUMBER-01726318162 EMAIL ADDRESS - ffbd9017@gmail.com

View All Posts

Related

Post navigation

Previous: তামাক কোম্পানির সঙ্গে বৈঠক বাতিলের দাবি, বিএইচআরএফ-এর-
Next: সরকারি মেডিকেলে ভর্তিতে আসন কমানো হয়েছে..
Facebook Logo VISIT OUR FACEBOOK PAGE
FOLLOW US ON X
YouTube Logo VISIT OUR YOUTUBE CHANNEL
  • LOG IN
  • JOIN US
  • CONTACT US
  • SAMPRATIK.COM
[WATCHER OF TIME,REVEALER OF TRUTH.] | MoreNews by AF themes.